মানুষ যুক্তি বোঝে না, স্বার্থপর এবং আত্নকেন্দ্রিক
তবুও মানুষ কে ভালবাসুন।
যদি আপনি কারো ভালো করতে যান, তারা ভাববে আপনি নিজের স্বার্থের কারনে করছেন
তবুও অন্যের ভালো করুন।
আপনি সাফল্য লাভ করলে, কিছু নকল বন্ধু এবং আসল শত্রু পাবেন
তবুও সাফল্য লাভের চেষ্টা অব্যাহত রাখুন।
আপনি আজ ভালো কিছু করলে, আগামীকালই সবাই ভুলে যাবে
তবুও ভালো কিছু করুন।
আপনি সৎ এবং সত্যবাদী হলে আপনাকে অনেক আঘাত সইতে হবে
তবু সৎ এবং সত্যবাদী হোন।
মহৎ নারী-পুরুষের মহৎ চিন্তা, কুটিল নারী-পুরুষের কুটিল চিন্তার কাছে পরাজিত হয়
তবুও মহৎ চিন্তা করুন।
আপনি সারা বছরজুড়ে পরিশ্রম করে যা তৈরি করেছেন তা একরাতে ধ্বংস হয়ে যেতে পারে
তবু তৈরি অব্যাহত রাখুন।
মানুষের সাহায্য প্রয়োজন, কিন্তু যখন আপনি তাদের সাহায্য করতে যাবেন তারা আপনাকে আক্রমন করবে
তবুও মানুষকে সাহায্য করুন।
পৃথিবীকে আপনার সবচেয়ে ভালোটুকু দিলে, আঘাতে আঘাতে আপনার দাতঁ ভেঙ্গে দেয়া হবে
তবুও পৃথিবীকে আপনার সবচেয়ে ভালোটুকু দিন।
- মাদার তেরেসা