BY Farzana Aktar
2014-09-25 12:24 PM

প্রতিদিনের জন্য ১৪টি টিপস

১.  প্রতিদিনই আগের দিনের চাইতে আপনি আরো একটু বেশী দয়ালু হোন এবং জ্ঞানী হোন।

২.   আপনার কোম্পানী এবং পরিবার দুক্ষেত্রেই খরচ করার সময় আগের চাইতে আর একটু বেশী সাশ্রয়ী হোন।

৩.  বেশী বেশী পড়ুন, কারন আর কোন কিছুই আপনাকে এর চেয়ে বেশী জ্ঞানী বানাতে পারবে না।

৪.   মাঝে মাঝে মহৎ হবার চাইতে ভালো হওয়াটা বেশি জরুরী।

৫.   সবসময় সঠিক কাজটি করুন, এমনকি যখন আপনাকে কেউ দেখতে পাচ্ছেনা তখনও।

৬.   মানুষের কাছে অনেক বেশি কিছু আশা করবেন না। সবসময় মনে রাখবেন, আপনি যতটুকু বলবেন ততটুকু করার চাইতে আপনি যতটুকুর জন্য পেমেন্ট করবেন ততটুকুই মানুষ করবে।

৭.    আপনার অধিকাংশ প্রশ্নের উত্তরগুলোই হয়তো অন্য কারো জানা আছে, আপনি সেই মানুষগুলোকে খুঁজে বের করতে চেষ্টা করুন।

৮.   আপনার প্রতিদিনের বড় একটা চ্যালেঞ্জ হলো আপনার আত্মঅহংকারকে নিয়ন্ত্রণ করা।

৯.   ত্যাগ করুন যে জিনিসগুলো আপনার প্রয়োজন নেই, আপনি যেমন নিজেও ঝামেলা থেকে মুক্ত হবেন আবার অন্যেরও এতে সাহায্য হবে।

১০.  আপনি কোন একজনকে পছন্দ করেন না বলেই ভাববেন না সেই মানুষটির সবকিছুই ভুল।

১১.  আপনার ভাবনাগুলোর ক্ষেত্রে যত্নবান হোন কারন আপনার ভাবনাগুলোই আপনার কথা হবে, আপনার কথার ক্ষেত্রে যত্নবান হোন কারন আপনার কথাগুলোই আপনার কর্ম ।

১২.  যাকে আপনি কমপক্ষে ৩বার সাহায্য না করেছেন, কখনও তার কাছে সাহা্য্য আশা করবেন না।

১৩. পরিকল্পনা সাধারণ করুন কিন্তু সেটাকে গুরুত্বসহকারে গ্রহণ করুন।

১৪.  আপনার অনেক সম্পদ আছে প্রতিদিন এই হিসেব না করে, অন্যকে সাহায্য করতে সেগুলো সঠিকভাবে ব্যবহার করুন।