অনেকেই আছেন যারা নিজের একটি সাইট তৈরি করার কথা ভাবছেন কিন্তু কিভাবে শুরু করবেন তা জানেন না। কোন বিষয়গুলো নিয়ে আগে থেকেই ভাবতে হবে তারও কোন ধারনা নেই। সেই ধারনাগুলো করার জন্য আপনি নিচের ৫টি প্রশ্নের উত্তর খুঁজুন।
১. আপনার সাইটে কিভাবে ভিউয়ার আনবেন ?
আপনার সাইটে ভিউয়ারকে আনার জন্য আপনি নিচের কৌশলগুলো থেকে কোন কৌশল অবলম্বন করবেন-
আপনি কোন মার্কেটিং ষ্ট্র্যাটেজি অনুসরন করবেন, কোনটা আপনার সাইটের জন্য সহায়ক হবে এবং সেই সাথে আপনার সীমিত খরচের মধ্যে করতে পারবেন ঠিক করে নিন।
২. কে আপনার সাইটে আসবে ?
মার্কেটিং এর মাধ্যমে হোক অথবা অন্য কোন ভাবে হোক ভিজিটর আসলে
আপনি হয়তো সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না কিন্তু আপনার একটা টার্গেট থাকবে, যত বেশী সংখ্যক মানুষকে সম্ভব আপনি যেন সন্তুষ্ট করতে পারেন। খুব বেশী নেভিগেশন ব্যবহার করলে আপনার সাইট বিজি হয়ে যাবে এবং কাষ্টমারের ব্যবহারের জন্য কিছুটা কঠিন হয়ে যাবে। অতএব নির্দিষ্ট করুন অল্প কিছু নেভিগেশান দিয়ে কিভাবে আপনি বেশী সংখ্যক মানুষকে সন্তুষ্ট রাখতে পারবেন।
৩. আপনার ভিজিটরের কি কি প্রশ্ন থাকতে পারে ?
যে প্রশ্নগুলো আপনার ভিজিটরের মনে আসতে পারে সেগুলো সম্পর্কে ভেবে রাখুন-
ভিজিটরের মনে যে প্রশ্নগুলো আসতে পারে, সেগুলোর উত্তর আগেই তৈরি রাখতে চেষ্টা করুন। আপনার নিজের সম্পর্কে জানান, আপনার পন্যগুলো এবং পন্যের সম্পর্কে বিস্তারিত যেন সহজেই পাওয়া যায় সেই সুযোগ রাখুন।
৪. আপনি আপনার ভিজিটরকে দিয়ে কি করাতে চান ?
আপনি আপনার ভিজিটরকে দিয়ে কি করাতে চান, তাদের কোন রেসপন্স আপনি আশা করেন সেটা ঠিক করে নিন -
একটা ভালো ওয়েবসাইট তার ট্রাফিক কে শেষ পর্যন্ত নিয়ে আসে যেখানে আপনি তাকে আনতে চান, আপনি যদি কোন পন্য বিক্রি করতে চান, ভিজিটরকে কিনতে অনুপ্রাণিত করুন এবং সহজেই যেন সেটা কিনতে পারে সে সুযোগ রাখুন। আপনি যদি সেবা দিতে চান, সেবা কিভাবে দিচ্ছেন, এই সেবা গ্রহনের মাধ্যমে সেবা গ্রহনকারী কি কি সুবিধা পাবে তাকে সহজ ভাবে জানান। সহজবোধ্য ভাবে সহজ সহজ অফার দিন যেন ভিজিটরকে আপনার কথা বোঝার জন্যে খুব বেশী ভাবতে না হয়।
৫. কিভাবে আপনার ভিজিটর আপনার সাথে কানেক্টেড থাকবে ?
সব ভিজিটরই আপনার কাষ্টমার হবে না এবং সাথে সাথে আপনি কাষ্টমারের ভালো রেসপন্স নাও পেতে পারেন, তাই আপনার চেষ্টা থাকতে হবে আপনার কাষ্টমার আপনার সাথে কানেক্টেড হওয়ার যতগুলো সুযোগ আছে, সেই সুযোগগুলো তৈরি করে রাখা।
আপনি সুযোগ রাখতে পারেন-
সাইট তৈরি করার আগে আপনার প্ল্যান থাকবে, যে ভিজিটর আসবে তারা যেন আপনার সাইটে আবারও ফেরত আসে, অতএব ভিউয়ারকে কিভাবে আনবেন নির্ধারন করে রাখুন। তাদের কে প্রতিনিয়ত আপনি কিভাবে সংযুক্ত রাখবেন এবং কিভাবে নতুন নতুন অফার জানাবেন তার জন্য আগে থেকেই পরিকল্পনা তৈরি করে রাখুন।