১. একটি ভালো ডোমেইন নেম খুব সহজে মনে রাখা যায় এবং সহজেই সেই ওয়েবসাইট খুজে পাওয়া যায়।
২. আপনার প্রতিষ্ঠানের ডোমেইন নেম যদি আপনার প্রতিষ্ঠানের পন্য/সেবার সাথে সম্পর্কিত হয় তাহলে সেটা আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন র্যাংকিং বাড়াতে সহায়তা করে। এতে সহজেই আপনার পন্য সম্পর্কিত আগ্রহী যেসব কাষ্টমার আছে তারা সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনার প্রতিযোগীদের তুলনায় আপনাকে সহজে খুঁজে পাবে।
৩. একটি ভালো ডোমেইন নেম সাধারনত ছোট হয়, এটা সহজেই মনে রাখা যায় এবং আপনার প্রতিষ্ঠানের লোগো, পন্য/সেবা বিভিন্ন ক্ষে্ত্রে খুব সহজে সেই নাম ব্যবহার করতে পারছেন।
৪. ভালো একটি ডোমেইন নেমের সুবিধা হলো, এই নামের বানান খুব সহজে মনে থাকে বলে ইন্টারনেটে আপনার প্রতিষ্ঠানের নাম টাইপ করতে যেয়ে ভুল হবার সম্ভাবনা থাকে না এবং আপনার কাষ্টমার অন্যের কাছে চলে যাওয়ার সুযোগ থাকে না।
৫. আপনার প্রতিষ্ঠানের নাম এবং আপনার ডোমেইন নেম এক হলে খুব সহজেই আপনার প্রতিষ্ঠানকে মানুষের কাছে পরিচিত করে তুলতে পারবেন। আপনার নিয়মিত ক্রেতারাও বিভ্রান্ত হবে না।
৬. একটি ডোমেইন নেম শুধু আপনার প্রতিষ্ঠানকেই তুলে ধরে না, আপনার ডোমেইন নেম নির্দিষ্ট একটি ভাবমূর্তি গড়ে তুলতে পারে এর ব্যবসায়িক ধারনা সম্পর্কে। যেমন আপনার ডোমেইন নেমের ক্ষেত্রে যদি .org কে বেছে নেন তাহলে শুধুমাত্র আপনার নাম দেখেই অন্যরা ধারনা করে নিতে পারে যে এটা একটি অলাভজনক প্রতিষ্ঠান। যদি .edu বেছে নেন তাহলে ধারনা দিতে পারেন যে শিক্ষামূলক বা শিক্ষা নিয়ে কাজ করার একটি প্রতিষ্ঠান।
অতএব একটি ডোমেইন নেম আপনাকে অনেক সুবিধা দিতে পারে তাই ভালো একটি ডোমেইন নেম বেছে নিন।