BY Farzana Aktar
2014-09-29 01:15 PM

তাই করুন যা করার জন্য আপনি জন্মেছেন !!!

আপনার চারপাশে প্রায়ই শুনছেন,“তুমি যা করার জন্যে জন্মেছো তা করছো না”। মাঝে মাঝে আপনারও মনে হয় এখন আপনি ক্যারিয়ার হিসেবে যা নিয়েছেন আপনি তা করতে চাননি আপনি আসলে অন্য কিছু করতে চান, কিন্তু বুঝতে পারেন না কোনটা কে আপনার ক্যারিয়ার হিসেবে বেছে নেয়া উচিত।

উন্নত দেশগুলোর প্রফেশনাল ক্যারিয়ার কাউন্সেলররা সাধারনত ক্লায়েন্ট কে সঠিক ক্যারিয়ারের দিকনির্দেশনা দেয়ার জন্য এই ষ্ট্র্যাটেজি অনুসরন করে থাকেন। তাই আপনিও এই প্রশ্নগুলোর মাধ্যমে নিজের চাওয়াটাকে একটা অবয়ব দেয়ার চেষ্টা করে দেখতে পারেন।

নিচের প্রশ্নগুলো নিজেকে করে উত্তর জেনে নিনঃ

১. কোন বিষয় পড়তে আপনি বেশী ভালোবাসেন ?

২. রেডিও, টিভির কোন প্রোগ্রাম আপনি বেশী উপভোগ করেন ?

৩. আপনার হবি কি ?

৪. আপনি কি ধরনের মুভি দেখতে পছন্দ করেন ?

৫. স্বেচ্ছাসেবী হিসেবে কোন ধরনের কাজ করতে আপনি বেশী আগ্রহী ?

৬. বন্ধুদের সাথে কোন বিষয়গুলো নিয়ে আলাপ করতে আপনি পছন্দ করেন ?

৭. দিনে ঘুমালে আপনি কোন ধরনের স্বপ্নগুলো বেশী দেখেন ?

৮. এখন পর্যন্ত আপনার প্রিয় কাজ কোনটি ?

৯. স্কুলে আপনার প্রিয় বিষয় কোনটি ছিল ?

১০. আপনাকে পরিবর্তনের সুযোগ দেয়া হলে, আপনি পৃথিবীর কোন বিষয়গুলো বদলে দিবেন?

১১. আপনি ১০ লাখ টাকা পেলে কি করবেন ?

১২. আপনার পছন্দের মানুষ কারা বা কে কে ?

১৩. আপনার মৃত্যুর পর মানুষ আপনাকে কিভাবে মনে করবে বলে আপনি চান ?

১৪. আপনার পছন্দের খেলনা আছে ? থাকলে কি ?

১৫. আপনার রাজনৈতিক মতাদর্শ কে আপনি কিভাবে বর্ননা করবেন ?

১৬. আপনি কাকে সবচেয়ে প্রশংসা করতে চান এবং কেন ?

১৭. কোন ধরনের কাজ আপনাকে এ পর্যন্ত সবচেয়ে বেশী সফলতা এনে দিয়েছে ?

১৮. এখনও পর্যন্ত এমন কোন কাজটি আপনি করেননি যেটা করলে আপনি ভালো করতে পারতেন বলে আপনি মনে করেন ?

আপনার উত্তরগুলো নিরীক্ষা করুন। আপনার বেশীর ভাগ উত্তর এবং বিশ্বাস আপনার জন্য কোনটি নির্দেশ করছে? কিসের উপর আপনার সুদূরপ্রসারী আগ্রহ দেখতে পাচ্ছেন ?

এছাড়াও নিচের লাইনগুলো পূর্ন করার মাধ্যমে আপনার নিজস্ব অবয়বটি আকুনঃ

  • আমি আগ্রহবোধ করি …………...…...…
  • আমি মূলত বিশ্বাস করি ……………...…
  • আমি সবচেয়ে বেশী মূল্য দেই ………..….
  • ভালোভাবে জীবনধারনের জন্য, আমি প্রয়োজন মনে করি ………
  • আমি সবচেয়ে ভালো করতে পারি যে কাজগুলো ……………….

নিজেকে প্রশ্ন করুন, বর্তমানে আপনি যে জবটি করছেন তারমধ্যে এই পাচঁটি বাক্য কতটুকু পূরন করতে পারছে। যদি পূরন করার মতো হয় তারমানে আপনি ঠিক ক্যারিয়ারটিই বেছে নিয়েছেন, আর যদি তা না হয় তারমানে আপনার বর্তমান ক্যারিয়ারে আপনি সন্তুষ্ট নন। সন্তুষ্ট এবং পরিপূর্ন হওয়ার জন্য আপনার জন্য সঠিক পথটি খুজে নিন, বেছে নিন এবং সেই পথে অগ্রগামী হোন।